জাতীয়

আ.লীগের লকডাউন নিয়ে সতর্ক আছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন নিয়ে সরকার সতর্ক আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ঘিরে সরকার সতর্ক অবস্থানে রয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

তিনি সতর্ক করে বলেন, কোনো ধরনের সন্ত্রাস সহ্য করা হবে না এবং কাউকেই ছাড় দেওয়া হবে না। সন্দেহভাজন কাউকে দেখা গেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, লকডাউনকে কেন্দ্র করে মাঠে টহল জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। একই সঙ্গে অস্ত্র উদ্ধারের অভিযানও অব্যাহত আছে। এ ছাড়া, রাস্তার ধারে পেট্রোল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, কারণ এসব জ্বালানি ব্যবহার করে অঘটন ঘটানো হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কিছু এলাকায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো সহিংসতা ঘটেনি। এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও সহযোগিতা করতে হবে। তিনি বলেন, সন্দেহভাজন কাউকে দেখলে ধরিয়ে দিন, তবে আইন নিজের হাতে তুলে নেবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button