

অনলাইন নিউজ ডেস্ক
সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
কার্যালয়টির সামনে বর্তমানে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।
সন্ধ্যা পৌনে সাতটার দিকে রাজধানীর তোপখানা রোডে উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদ কার্যালয়ে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করে।
উদীচীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন দাবি করেছেন, বাইরে থেকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। যদিও এ বিষয়ে এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ।



