বিনোদন

কাকে ছাড়া একটা দিনও থাকতে পারবে না মিমি

টালিপাড়ার অন্যতম আবেদনময়ী নায়িকা মিমি চক্রবর্তী। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর এই মুহূর্তে তিনি পুরোপুরিভাবে ক্যারিয়ারে মনোযোগী। মিমি বারবারই জানিয়েছেন, আপাতত বিয়ে বা জীবনসঙ্গী নিয়ে তিনি ভাবছেন না।

তবে, জীবনসঙ্গী ছাড়াই মিমির জীবন দিব্যি চললেও, একজনকে ছাড়া নাকি তার এক মুহূর্তও চলে না। আর সেই অপরিহার্য মানুষটি হলেন তার সহকারী বুল্টি।

বুল্টি যেন মিমির ছায়াসঙ্গী। অভিনেত্রীর জীবনের প্রায় সবটা জুড়েই রয়েছেন তিনি। মিমির অনুপস্থিতিতে তার প্রিয় পোষ্যদের আগলে রাখা, তাদের দেখভাল করা থেকে শুরু করে মিমির পছন্দের রান্না, এমনকি তার কঠোর ডায়েটের খুঁটিনাটি— সবই সামলান বুল্টি।

গত মঙ্গলবার (১১ নভেম্বর) ছিল মিমির সেই আস্থাভাজন সহকারী বুল্টির জন্মদিন। এই বিশেষ দিনে বুল্টিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেছেন নায়িকা, যা দেখে মুগ্ধ মিমির ভক্তরাও।

বুল্টির সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে মিমি তার জীবনের সবটুকু কৃতিত্ব যেন বুল্টিকেই দিলেন। তিনি লিখেছেন, “ভাগ্যিস তুই ছিলিস, আমার মনে হয়, তোকে ছাড়া আমি একটা দিনও থাকতে পারব না। খাবার থেকে ঘুম, ট্রাভেল থেকে শুট, পার্টি থেকে বন্ধু… আমার জীবনে সবটা গোছানো শুধু তোর জন্য। লাভ ইউ, শুভ জন্মদিন বুল্টি।”

শুধু পোস্টেই নয়, মধ্যরাতে কেক কেটে বুল্টির জন্মদিন সেলিব্রেটও করেছেন মিমি। সেই আনন্দের মুহূর্তের ছবিও উঠে এসেছে মিমির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। জন্মদিনের সেই বিশেষ ঝলক বুল্টি নিজেও তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button