সারাদেশ

কুড়িগ্রামে বাড়ছে শীত–কুয়াশার দাপট

উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। ধীরে ধীরে নেমে আসছে তাপমাত্রা, সাথে ঘন হচ্ছে কুয়াশা। পরিস্থিতি এমন যে দিনের বেলাতেও যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। জেলায় সোমবার (১ ডিসেম্বর) ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।

ভোর থেকেই বইছে কনকনে শীতের হিমেল হাওয়া। বেড়ে গেছে কুয়াশার ঘনত্বও। বিশেষ করে রাতের শেষ ভাগ এবং ভোরে শীত এতটাই তীব্র হচ্ছে যে ছিন্নমূল মানুষেরা বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে—ধানক্ষেত, সবজি মাঠ, ঘাসের ডগা—সব জায়গায়ই জমে রয়েছে শিশির। দিনের সূর্য সামান্য উষ্ণতা দিলেও সন্ধ্যা নামার সাথে সাথে শীত আরও জেঁকে বসছে। স্থানীয়রা বলছেন, মধ্যরাতের পর হিমেল হাওয়ার দাপট আরও তীব্র হয়।

কুড়িগ্রাম শহরের ধরলা নদীর পাড়ের রিকশাচালক আব্দুল বাতেন (৫০) বলেন, সকালেই রিকশা নিয়ে বের হইলে হাত–পা সিন্টাই আসে। কিন্তু কি করমু, রিকশা না চালাইলে তো সংসার চলবো না। এখনো ভাড়া পাই না, মানুষই নাই—তাই বসে আছি।

রাজারহাট আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ সকাল ৬টায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। প্রতিদিনই কুয়াশা পড়ছে এবং সামনে কুয়াশা ও শীত আরও বাড়তে পারে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button