রাজধানীরাজনীতিশীর্ষ সমাচারসারাদেশ

খালেদা জিয়ার দোয়া নেওয়ার ইচ্ছা ছিল হাদির, এখন দুজনই এভারকেয়ারে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার কাছ থেকে দোয়া নেওয়ার ইচ্ছা ছিল ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীর ওসমান হাদির। তার এই ইচ্ছা এখনও পূরণ হয়নি। তবে, এ দুজনই আপাতত একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

অনলাইন নিউজ ডেস্ক 

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের ওসমান হাদি। গুরুতর অবস্থায় তাকে শুরুতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।

অন্যদিকে, ৭৯ বছর বয়সী বিএনপি চেয়ারপার্সন দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিসসহ একাধিক জটিল রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তির পর তার অবস্থার দ্রুত অবনতি ঘটে।

গত ২৮ নভেম্বর অসুস্থ বেগম খালেদা জিয়াকে নিয়ে নিজের ইচ্ছার কথা জানিয়ে একটি স্ট্যাটাস দেন ওসমান হাদি। সেখানে তিনি লেখেন, কোনোদিন কোনো রাজনৈতিক নেতার সাথে সাক্ষাতের ইচ্ছা হয় নাই। ছোটবেলা থেকে একটাই ইচ্ছা ছিলো- বেগম জিয়া পরম মমতায় আমার মাথায় হাত রেখে একটু দোয়া করে দিবেন কোনোদিন। ওনাকে রহম করো খোদা।

উল্লেখ্য, খালেদা জিয়ার স্বাস্থ্যের বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিএনপির মিডিয়া সেল থেকে গণমাধ্যমে এ বিবৃতি পাঠানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button