বিশেষ প্রতিবেদন

জৈন্তাপুর মডেল থানার নবাগত ওসির সঙ্গে অনলাইন প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময়

জৈন্তাপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার সঙ্গে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ৯টায় থানার সম্মেলন কক্ষে আয়োজিত এ সমাবেশে স্থানীয় সামাজিক নিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

সভার শুরুতেই সাংবাদিকরা জৈন্তাপুরের চলমান বিভিন্ন সামাজিক সংকট, বিশেষ করে মাদকদ্রব্যের বিস্তার, ভারতীয় শিলংতীর নামে পরিচিত অবৈধ জুয়ার প্রভাব, সীমান্ত ঘেঁষা এলাকায় চোরাচালান বৃদ্ধি এবং এ সব মোকাবিলায় পুলিশি তৎপরতা নিয়ে তাঁদের মতামত ও উদ্বেগ তুলে ধরেন। হাজির অতিথিদের বক্তব্যে উঠে আসে-সমন্বিত উদ্যোগ না হলে সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করা কঠিন, তবে দৃঢ় মনোভাব নিয়ে এগোলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত মো. উসমান গনি এবং জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ময়নুল মুরসালিন রুহেল। এছাড়া অংশ নেন উপদেষ্টা সদস্য আবুল হোসেন মো. হানিফ ও নাজমুল ইসলাম, সহসভাপতি শোয়াইবুর রহমান, সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির, সহসাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক সাজ উদ্দিন সাজু, সদস্য তোফায়েল আহমদ, সাইফুল ইসলাম বাবু, মুরাদ হাসান, মোহাম্মদ আব্দুল্লাহ ও ইমাম উদ্দিন।

সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। নিরপেক্ষ প্রতিবেদন, তথ্যভিত্তিক অনুসন্ধান এবং সামাজিক সচেতনতা তৈরিতে সাংবাদিকদের অবদান সবসময়ই গুরুত্বপূর্ণ। নবাগত ওসি মাহবুবুর রহমান মোল্লা স্থানীয় সাংবাদিকদের সহযোগিতার প্রশংসা করেন এবং জৈন্তাপুরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর আন্তরিকতার কথা তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, পুলিশ-সাংবাদিক সমন্বয় বৃদ্ধি পেলে এলাকার অপরাধ নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে।

আলোচনা শেষে উপস্থিত সবাই নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত জৈন্তাপুর গড়ে তোলার প্রত্যয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় তৈরি হয় পারস্পরিক আস্থা, দায়িত্ববোধ ও শুভ সমাজ গঠনের একটি দৃঢ় প্রতিশ্রুতি-যা স্থানীয় উন্নয়নযাত্রায় নতুন আশার আলো হিসেবে দেখা দিচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button