নগর সমাচার ২৪ সম্পর্কিত

নগর সমাচার ২৪ একটি জাতীয় অনলাইন সংবাদমাধ্যম, যার লক্ষ্য দেশের মানুষের জীবনের বাস্তবতা, সম্ভাবনা, সমস্যা ও অগ্রগতি নিয়ে তথ্যনির্ভর সাংবাদিকতা করা। স্থানীয় মানুষ থেকে শুরু করে জাতীয় পর্যায়ের প্রত্যেকটি সংবাদ ও ইস্যুকে গুরুত্ব সহকারে তুলে ধরা আমাদের অঙ্গীকার।

আমরা বিশ্বাস করি—মানুষের কথা বলা, তাদের সত্য তুলে ধরা এবং দেশের সার্বিক উন্নয়নকে সামনে আনা-ই প্রকৃত সাংবাদিকতার পরিচয়। এই দর্শন থেকেই নগর সমাচার ২৪–এর যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশের প্রতিটি অঞ্চলকে আরও শক্তিশালীভাবে দেশের ও বিশ্বের সামনে উপস্থাপন করা আমাদের লক্ষ্য।

২০২৫ সালে প্রতিষ্ঠিত নগর সমাচার ২৪ একটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের জাতীয় সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন, অপরাধ-বিচার, রাজনীতি, সমাজ, অর্থনীতি, প্রাণ-প্রকৃতি-পরিবেশ, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি, ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি-সাহিত্যসহ বিবিধ বিষয়ের ওপর নির্ভরযোগ্য ও প্রাসঙ্গিক রিপোর্ট প্রকাশ করা হয়।

এছাড়াও নিয়মিত প্রকাশিত অভিমত, মতামত, চিঠিপত্র, সম্পাদকীয় ও উপসম্পাদকীয়ের মাধ্যমে জাতীয় ও সামাজিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার ক্ষেত্র তৈরি করে নগর সমাচার ২৪।

আমাদের প্রতিটি প্রতিবেদনের মূল নীতি হলো—
✔ বস্তুনিষ্ঠতা
✔ নিরপেক্ষতা
✔ তথ্যনির্ভরতা
✔ জনস্বার্থকেন্দ্রিকতা

সাংবাদিকতার নৈতিকতা ও সর্বোচ্চ মান বজায় রাখতে নগর সমাচার ২৪ নিজস্ব সম্পাদকীয় নীতিমালা প্রণয়ন করেছে, যা দেশের অনলাইন সাংবাদিকতায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

Back to top button