

রক্তস্নাত বিজয়ের গৌরবোজ্জ্বল দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে উপজেলা সদরের বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। বিজয়ের এই আনন্দঘন মুহূর্ত ও মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় সংগঠনের নেতৃবৃন্দ সমবেত হন উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে।
সংগঠনের সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মইনুল মুরসালীন রুহেল এবং সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি রেজওয়ান করিম সাব্বিরের নেতৃত্বে সাংবাদিকরা সারিবদ্ধভাবে বিজয়স্তম্ভের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নিরবতা পালন করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা ও লাখো শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি নাজমুল ইসলাম এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি জাহিদুল ইসলাম। এছাড়া কার্যকরী কমিটির সদস্য ও দৈনিক আজকের সিলেট পত্রিকার প্রতিনিধি ইমাম উদ্দিন এবং দৈনিক সিলেট বানী পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আবদুল্লাহ্ ও দৈনিক কাজিরবাজার পত্রিকার প্রতিনিধি মুরাদ হাসান এ সময় উপস্থিত থেকে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।
দিবসের কর্মসূচীর অংশ হিসেবে দিনের দ্বিতীয় ভাগে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে এক বিশেষ আয়োজন করা হয়। বিকেল ৩টায় মনোরম পরিবেশে জৈন্তা হিল রিসোর্টে সংগঠনের উদ্যোগে সাংবাদিকদের নিয়ে একটি গেটটুগেদার ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। আনন্দঘন এই আয়োজনে সকালের উপস্থিত সদস্যদের পাশাপাশি যুক্ত হন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা আবুল হোসেন মোহাম্মদ হানিফ ও সদস্য তোফায়েল আহমেদ। এছাড়া দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি সাজ উদ্দিন সাজু এই প্রীতিভোজে অংশগ্রহণ করেন।
বিজয়ের এই দিনে জৈন্তাপুরের সাংবাদিক সমাজ নতুন করে শপথ নেয় মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করার। তাদের এই শ্রদ্ধা নিবেদন কেবল একটি আনুষ্ঠানিকতা নয় বরং দেশের জন্য প্রাণ দেওয়া সূর্যসন্তানদের প্রতি ভালোবাসার এক অনন্য বহিঃপ্রকাশ যা উপস্থিত সকলের হৃদয়ে দেশপ্রেমের এক অনবদ্য অনুভূতি জাগিয়ে তোলে।


