শিক্ষা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা শেষ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) “পার্শিয়াল জিনোম সিকোয়েন্সিং ইউজিং দ্যা স্যাঙ্গার মেথড” শীর্ষক চার দিনব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের ৯ম তলায় সনদপত্র প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

কর্মশালায় স্যাঙ্গার পদ্ধতিতে নমুনা প্রস্তুত, ডিএনএ সিকোয়েন্স নির্ণয়, চেইন টার্মিনেশন প্রযুক্তি, মিউটেশন চেক, ক্লিনিক্যাল ডায়াগনস্টিক এবং ক্রোমাটোগ্রাম রিডিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। উপাচার্য বলেন, গবেষণা সক্ষমতা বৃদ্ধিতে এমন প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। আধুনিক ল্যাব সুবিধা কাজে লাগিয়ে মলিকুলার গবেষণায় আরও অবদান রাখতে শিক্ষার্থীদের গবেষণামুখী হওয়ার আহ্বান জানান তিনি।

যবিপ্রবির জিনোম সেন্টারের উদ্যোগে ৬-৯ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণে যবিপ্রবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৬২ জন অংশ নেন। প্রশিক্ষক ছিলেন জিনোম সেন্টারের উপপরিচালক ড. মোঃ আলাউদ্দীন, অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ অভিনু কিবরিয়া ইসলাম ও সহকারী টেকনিক্যাল অফিসার মোঃ আলী আহসান সেতু। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button