রাজনীতি
শরীফ ওসমান হাদীর মৃত্যুতে হুমায়ুন কবিরের শোক
বিএনপি'র যুগ্ন মহাসচিব 'হুমায়ুন কবির' হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানোর পাশাপাশি সবাইকে ধৈর্যের সাথে ষড়যন্ত্র মোকাবেলার আহবান জানান।


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।
শোকবার্তায় হুমায়ুন কবির বলেন, “শরীফ ওসমান হাদীর অবদান দেশের ইতিহাসে অম্লান হয়ে থাকবে। তিনি বিদেশি আধিপত্যবাদের বিরোধী, ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে সাহসী ও সাধারণ মানুষের কল্যাণে নিঃস্বার্থ ছিলেন।”
তিনি আরও বলেন, “সকলকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানাই। কোনো স্বার্থান্বেষী মহল যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি।”



