[caption id="attachment_6054" align="alignnone" width="300"]
ফাহিম আল চৌধুরী,
চেয়ারম্যান, ফাহিম আল চৌধুরী ট্রাস্ট।[/caption]
শিক্ষার আলো ছড়িয়ে দিতে আরও সম্প্রসারিত হচ্ছে ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি কার্যক্রম।
ট্রাস্টের সভাপতির অনুরোধে এবং ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবী ও ব্যবসায়ী ফাহিম আল চৌধুরীর সম্মতিতে চলতি ২০২৫ সালে বৃত্তির সংখ্যা আগের তুলনায় প্রায় দ্বিগুণ করা হয়েছে।
ট্রাস্ট সূত্রে জানা গেছে, ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট প্রতিবছর নিয়মিতভাবে ৪০০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে আসছে। তবে এ বছর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনায় নিয়ে ট্রাস্টের সভাপতি বিষয়টি ট্রাস্টের চেয়ারম্যান ফাহিম আল চৌধুরীর কাছে উপস্থাপন করলে তিনি তাৎক্ষণিকভাবে সম্মতি জানান এবং বৃত্তির পরিধি বাড়ানোর উদ্যোগ গ্রহণের আহবান জানান। এর ফলে চলতি বছর নির্ধারিত সংখ্যার তুলনায় প্রায় দ্বিগুণ শিক্ষার্থী এই বৃত্তির আওতায় আসার সুযোগ পাচ্ছে।
ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, অনেক মেধাবী শিক্ষার্থী শুধুমাত্র আর্থিক সীমাবদ্ধতার কারণে শিক্ষা জীবন থেকে ঝরে পড়ে। সে বাস্তবতা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে যোগ্যতা কখনো অর্থের অভাবে বাধাগ্রস্ত না হয়।
শিক্ষা ও মানবকল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসা ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট মনে করে, একজন শিক্ষার্থীর পাশে দাঁড়ানো মানে একটি পরিবারকে শক্ত ভিত দেওয়া, আর সেই পরিবারের মধ্য দিয়েই জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে।
ট্রাস্ট সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং তাদের স্বপ্ন বাস্তবায়নের পথে নতুন গতি এনে দেবে।
উল্লেখ্য, ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বৃত্তি সংখ্যা বৃদ্ধি সেই ধারাবাহিক মানবিক উদ্যোগেরই আরেকটি উল্লেখযোগ্য উদাহরণ।