নির্বাচন

সাজাপ্রাপ্ত কোনো আসামি নির্বাচন করতে পারবেন না: মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘আগামী যে নির্বাচন আসছে, তাতে খালেদা জিয়া, তারেক জিয়া প্রার্থী হতে পারবেন না। কারণ, তারা সাজাপ্রাপ্ত আসামি। তাই তারা আইনগতভাবে নির্বাচন করতে পারবেন না। তবে ন্যূনতম ২ বছর পরে সাজা শেষ হওয়ার পর নির্বাচন করা যাবে। এটা আজকের আইন না, সেই ব্রিটিশ আমল থেকে ২০০ বছরের পুরনো আইন।

তিনি বলেন, যারা ২ থেকে ৪ কোটি টাকার লোভ সামলাতে পারে না, এতিমের টাকার লোভ যারা সামলাতে পারে না। আমাদের এই সম্পদ কীভাবে তাদের কাছে নিরাপদ থাকবে। আপনারা যদি মনে করেন, তাদের কাছে নিরাপদ থাকবে, একটু ভাবতে হবে। এতিমের টাকা যাদের কাছে নিরাপদ না, কোটি কোটি মানুষের সম্পদ কীভাবে নিরাপদ থাকবে।

মন্ত্রী শনিবার বিকেলে উপজেলা বড়ই ছুটি এলাকা বড়ইছুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ভিত্তি প্রস্তর উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মোজাম্মেল হক আরও বলেন, ‘বাংলার জনগণ যদি আওয়ামী লীগকে ভোট দেয়, আমাদের দেশের প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা। তাদেরকে ভোট দিলে কে রাষ্ট্র পরিচালনা করবে, তাদের প্রধানমন্ত্রী কে হবে।’

আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন উপজেলা র্নিবাহী র্কমর্কতা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা আ’লীগের সভাপতি মুরাদ কবির উপজেলা শিক্ষা র্কমর্কতা রমিতা ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, জেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সিকদার মোশারফ, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, পৌর আ’লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়সহ প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী র্কমর্কতা বিপ্লব পাল, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা উম্মে কুলসুম ফেরদৌসি, রফিকুল ইসরাম তুষার, ইব্রাহিম খলিল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button