খেলাধুলা

সিলেটের ভাষায় সমর্থকদের যা বললেন আমির

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১২তম আসরে সিলেট টাইটান্সের হয়ে বড় সাফল্যের জন্য মুখিয়ে আছেন পাকিস্তানের অভিজ্ঞ বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। সরাসরি চুক্তিতে আমিরকে দলে নিয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইজি।

এক ভিডিও বার্তায় আমির বলেন, ‘এই বিপিএল মৌসুমে সিলেট টাইটান্সের হয়ে খেলতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। সিলেট দলে যোগ দিতে এবং দলটির হয়ে লড়াই করতে মুখিয়ে আছি। সমর্থকদের সমর্থন এবং ভালোবাসা আমাদের জন্য সবকিছু। এবার আমরা আরও বড় কিছু অর্জন করতে চাই।’

গত মৌসুমেও সিলেটের হয়ে খেলেছেন আমির। এবার দলে যোগ দেয়ার আগে সমর্থকের সিলেটি ভাষায় বিশেষ বার্তাও দিলেন। বলেছেন, ‘আমরা হক্কল সিলেটি, আমরা টাইটানস। ইবার কিন্তু ওইযিবো।’

আমিরকে নিয়মিত দেখা যায় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে। ক্যারিয়ারে ধারাবাহিকভাবে দক্ষতা, গতি, সুইং এবং ম্যাচে গতিপথ বদলে দেয়ার ক্ষমতা প্রদর্শন করে চলেছেন। নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সায়েম আইয়ুব ও মঈন আলীর মতো তারকাদের সঙ্গে সরাসরি চুক্তি সেরেছে সিলেট।

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে জনপ্রিয় নাম আমির। বিপিএলে ৪ দলের হয়ে ৩৬ ম্যাচ খেলে ৫২ উইকেট নিয়েছেন পাকিস্তানের এই পেসার। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩৪৮ ম্যাচে তার শিকার ৪০৯ উইকেট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button