

অনলাইন নিউজ ডেস্ক
বাংলাদেশি পণ্যের জন্য যুক্তরাজ্যের বাজারে ডিউটি-ফ্রি বা শুল্কমুক্ত সুবিধা ২০২৯ সাল পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক।
রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত HSBC Export Excellence Award 2025 অনুষ্ঠানে বিশেষ বক্তৃতা দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
সারা কুক জানান, ২০২৯ সালের পরও বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া মোট পণ্যের প্রায় ৯২ শতাংশ—এর মধ্যে প্রস্তুত তৈরি পোশাক (RMG) অন্তর্ভুক্ত—যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্তভাবে প্রবেশ করবে। এতে বাংলাদেশের রপ্তানি খাতের বৈচিত্র্য ও স্থিতিশীলতা আরও বাড়বে।
তিনি আরও বলেন, যুক্তরাজ্যের এ সিদ্ধান্ত দুই দেশের দীর্ঘমেয়াদি বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদারত্বকে আরও দৃঢ় করার ইচ্ছার প্রতিফলন। ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ব্রিটিশ হাইকমিশনার।



