জাতীয়

বিদায়ি ক্যাবিনেট সভা থেকে বেরিয়ে আসিফ মাহমুদের মন্তব্য

সরকার থেকে পদত্যাগ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার তিনি বিদায়ি ক্যাবিনেট সভায় অংশ নিয়েছেন। ওই সভা থেকে বেরিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন সদ্য সাবেক এ উপদেষ্টা।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ বলেন, ‘বিগত ষোলো মাসে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি।
নিজের সক্ষমতার সর্বোচ্চটা দিয়ে কাজ করার চেষ্টা করেছি। বাধা, হুমকি ও রক্তচক্ষুকে উপেক্ষা করে অবিচলভাবে কাজ করার চেষ্টা করেছি।’
তিনি বলেন, ‘আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের সমর্থনে জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিটের ওপর প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করেছি। অনেক উদ্যোগ, কাজের প্রশংসা কিংবা সমালোচনা আছে।
তবে আপনারা যা দেখেছেন তা হলো End result। বাস্তবায়নে নেপথ্যের পরিশ্রমটা অনেক কঠিন ও কষ্টসাধ্য ছিল।’
তিনি আরো বলেন, ‘গণ-অভ্যুত্থান এবং পরবর্তী সময়ে নীতির ওপর অবিচল থেকে কাজ করতে গিয়ে অনেক শক্তিশালী ব্যক্তি, গোষ্ঠীর শত্রুতে পরিণত হয়েছি। বিভিন্নভাবে তাদের প্রতিশোধ, রোষানলের শিকার হতে হয়েছে এবং ভবিষ্যতেও হতে হবে হয়তো।
তবে আপনাদের যেই ভালোবাসা, সমর্থন ও আস্থা পেয়েছি তাতে এসবে আর ভয় পাই না। আমার শক্তি আমার জনগণ।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button