

সিলেট ল’ কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ১৭ ডিসেম্বর ২০২৫ (বুধবার) আনুষ্ঠানিকভাবে সিলেট ল’ কলেজের অধ্যক্ষ সৈয়দ মহসিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কলেজের সার্বিক শিক্ষাবান্ধব পরিবেশ, শিক্ষার্থীদের কল্যাণ ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাতে নবগঠিত কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাচিত সভাপতি আব্দুল আহাদ শোয়েব, সহ-সভাপতি আব্দুল মুকিত জাহাঙ্গীর, আসিফুর রহমান আরিফ, রুহুল আমীন খন্দকার, শাহীন আহমদ ও আমীনুর রহমান রাজু। এছাড়া নির্বাচিত সাধারণ সম্পাদক রশিদ আহমদ মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ শিকদার, সহ-সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান মাহবুব ও রাহাত আহমদ, প্রচার সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক এনামুল ইসলাম,আইন বিষয়ক সম্পাদক সোহাগ মিয়া এবং সিলেট জেলা ছাত্রদল এর সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী সহ আরও অনেক নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে অধ্যক্ষ সৈয়দ মহসিন আহমদ নবনির্বাচিত নেতৃত্বকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, ছাত্রদল নেতৃবৃন্দ শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার প্রশ্নে অগ্রণী ভূমিকা রেখে কলেজের সুনাম অক্ষুণ্ন রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
এসময় ছাত্রদল নেতৃবৃন্দ অধ্যক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়, শিক্ষার মানোন্নয়ন এবং কলেজ ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে গঠনমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবেন।



