অপরাধআইন ও বিচারস্থানীয়

সিলেটে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে আটক ২

শহীদ ওসমান হাদির মৃত্যুতে সিলেটে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

অনলাইন নিউজ ডেস্ক 

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির।

তিনি জানান, সাংবাদিকদের অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আটকদের নাম-ঠিকানা ও বিস্তারিত জানার চেষ্টা চলছে।
 
এর আগে সিলেট মহানগরের বন্দরবাজারসহ বিভিন্ন এলাকার মসজিদে জুমআর নামাজ আদায় শেষে শহীদ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল বের করেন জনতা। এতে ছাত্রসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছিলগুলো গিয়ে শেষ হয় চৌহাট্টায়। সেখানে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা।
 
এদিকে, শহীদ ওসমান হাদির মৃত্যুর খবর জানার পরপরই চৌহাট্টাসহ সিলেট মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে পুলিশ মোতায়েন করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে ছিল পুলিশ।
 
চৌহাট্টায় বিক্ষোভকালে আন্দোলনকারীরা সাংবাদিকদের বলেন, ‘অনতিবিলম্বে শহীদ হাদির খুনিদের ভারত থেকে নিয়ে এসে ফাঁসি দিতে হবে। তা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

মেহেদী হাসান রাতুল

বিশেষ প্রতিনিধি ( সিলেট )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button